বইমেলাতে যে ৮ ধরণের চরিত্রের দেখা প্রতিবছর আপনি পাবেনই
by Bishal Dhar
১৬:৩৩, ৯ ফেব্রুয়ারি ২০২৩
অন্যবারের মতো ফেব্রুয়ারি মাসে না হলেও বইমেলা এবার হচ্ছে, এটাই এখন পর্যন্ত সবচেয়ে খুশির খবর। বইমেলা মানেই বইপ্রেমীদের জন্য আনন্দের মেলা, তবে শুধু কি বইপ্রেমীদের জন্যই? প্রতিবছর বইমেলাতে এমন কিছু চরিত্রের দেখা আপনি পাবেন, যাদের মেলায় আসার মূল উদ্দেশ্য কিন্তু শুধু বই কেনাই থাকে না। আজ জেনে নিন তাদের সম্পর্কে-
১. সেলফি লাভার – দুনিয়ার যাবতীয় ইভেন্টের মতো বইমেলার প্রতিটি কোণাও এরা নিজের সেলফির ভান্ডার সমৃদ্ধ করতে ব্যবহার করে
২. সিজনাল বুক লাভার – এরা সেই ফুটবল প্রেমীদের মতো যারা শুধুমাত্র বিশ্বকাপ আসলে ফুটবল খেলা দেখে। কি আর কিছু বলতে হবে?
৩. কপোত-কপোতি – ডেটিং অবান্ধব এই শহরে বইমেলাকে তারা নিজেদের ডেটিং স্পট হিসেবে একদম চুটিয়ে ব্যবহার করে
৪. সেলিব্রেটি হান্টার – এদের মেলায় যাওয়ার মূল লক্ষ্যই থাকে সেলিব্রেটি কোন লেখক পেলে তাদের খপ করে ধরে ফেলে একটা সেলফি তুলে ফেলা
৫. অনুষ্ঠান দর্শক – বই কেনা নয়, মেলায় অনুষ্ঠিত বিভিন্ন রকম অনুষ্ঠান দেখতেই এনারা আসেন
৬. চেক-ইন-পাপী – প্রতিদিন বইমেলায় গিয়ে চেক-ইন দেওয়াটাকে এরা নিজেদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব মনে করে
৭. ঝোলা বাবু – কাঁধে একটা ঝোলা ঝুলিয়ে পুরো মাস জুড়েই সকাল থেকে রাত অব্দি বইমেলায় এনারা বিচরণ করেন, আর নিজেকে কবি সাহিত্যিক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন
৮. আসল ক্রেতা – আরে এনাদের কথা তো বলাই হয়নি, বইমেলার মূল চরিত্র এই ক্রেতাদের কেনাকাটাগুলোই বাঁচিয়ে রাখে বইমেলাকে
SHARE THIS ARTICLE