Menu
menu-icon close
  • ভাল্লাগসে

শিল্পকলা আর্ট এক্সিবিশনে গেলে যেসব সিচুয়েশন অবশ্যই দেখতে পাবেন

Thumbnail

by Sunehra Azmee

১৭:০৬, ৯ ফেব্রুয়ারি ২০২৩

শিল্পকলা আর্ট এক্সিবিশনে গেলে যেসব সিচুয়েশন অবশ্যই দেখতে পাবেন

শিল্পকলা একাডেমিতে হরহামেশাই কোনো না কোনো আর্ট এক্সিবিশন চলতেই থাকে এবং জনসাধারণদের এই আর্ট গ্যালারিগুলোতে ভিড় থাকে দেখার মতো, চলুন তাহলে দেখে নেয়া যাক কেমন ধরণের ঘটনাগুলো সচরাচর এইখানে আমরা দেখতে পেয়ে থাকি 

১. এক ঝাঁক বান্ধবীদের শাড়ি পরে একেকজনের প্রতিটা আর্টের সামনে ২০টা করে ছবি তোলা

২. আর্টের কনটেক্সট না বুঝেই প্রেমিক-প্রেমিকাদের যেকোনো আর্টের সামনে দাঁড়িয়ে রোমান্টিক পোজ দেয়া 

৩. ব্লগার বা ইনফ্লুয়েন্সারদের ইন্সটাগ্রাম রিলস বা টিকটক ভিডিও বানানো 

৪. সিকিউরিটি গার্ড ও ভলান্টিয়ারদের দিনে হাজারবার বলা- “দয়া করে আর্ট থেকে একটু দূরত্ব বজায় রেখে ছবি তুলুন” 

৫. কিছু মানুষ আসলেও আর্ট দেখতে যায় এবং কোনো ছবি না তুলে শুধু মনোযোগ দিয়ে আর্ট দেখে

৬. অনেক সময় কোনো একটা আর্ট দেখে কারো গভীর চিন্তায় মগ্ন হয়ে যাওয়া, আর কেউ কেউ আবার সেইম আর্টে কোনো হাস্যকর অ‍্যাঙ্গেল খুঁজে মজা নিতে থাকে

৭. মাঝে মাঝে আর্টিস্টরাও উপস্থিত থাকে তাদের আর্টের পাশাপাশি এবং তাদের চেহারায় সেই গর্ববোধটা দেখা যায় 

SHARE THIS ARTICLE