ভালোবাসা দিবসে যে ১০টি জিনিস একজন সিঙ্গেল মানুষের জন্যে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়
by Bengal Beats
১৪:১৮, ১৭ নভেম্বর ২০২২
এই পৃথিবীতে ভালোবাসার শক্তি কে অস্বীকার করা অসম্ভব। প্রাচীন কাল থেকে আজ অবধি ভালোবাসা নামক এই অনুভূতির প্রকাশ বিভিন্নভাৰে উদযাপিত হয়ে আসছে।তবে কিছু ক্ষেত্রে এই একই ভালোবাসা দিবস কারো জন্য খুবই আনন্দদায়ক আবার কারো জন্য খুবই হতাশার । আসুন দেখে নেই ভালোবাসা দিবসে কোন বিষয়গুলা একজন সিঙ্গেল মানুষের জন্যে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় –
১. ফেইসবুক খুললেই “আই লাভ ইউ জানু/ তোমার সাথে সারাটি জীবন কাটিয়া দিতে চাই” এই type স্ট্যাটাসের ছড়াছড়ি। ইচ্ছে করে গালে কষে থাপ্পড় বসিয়ে দেই
২. রাস্তায় বের হলেই সব দোকানের ভেতরে বাহিরে লাল হার্ট শেপড বেলুন আর ডেকোরেশন।
৩. “এই ভালোবাসা দিবসে আপনার প্রিয়জনকে উপহার দিতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট” – ফোনে এই ধরণের বিরক্তিকর মেসেজ। ভেবেই পাইনা শালারা নম্বর পায় কিভাবে।
৪. হাগ্ মি , লাভ মি কাপলদের এই টাইপ ঢংয়ের কথাবার্তা। ইচ্ছে করে এক একটার গলা চেপে দেই।
৫. ভালোবাসা দিবসের বিশেষ অফারে সব জায়গায় বাড়তি ভিড়। দেখে মনে হয় এই দিবসই জনসংখ্যা বাড়ার অন্যতম কারণ।
৬. গোলাপের আকাশছোঁয়া দাম। চাঁদটাও হয়তো এই দিনে গোলাপের চেয়ে সস্তায় কেনা যাবে।
৭. গত বছরের মতো টিভি চ্যানেলগুলার কাছে আসার, দূরে যাওয়ার কোটি কোটি সমাপ্ত, সেমি সমাপ্ত আর অসমাপ্ত গল্প। টিভি অন করলেই পেট মোচড় দিয়ে বমি আসে
৮. চারিদিকে এতো বেশি আবেগের ছড়াছড়ি দেখেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। উফফ আল্লাহ এতো মিষ্টি কেন সবকিছু।
৯. “কেন জীবনে কেউ আসলোনা/ একা একা আর কত দিন” পরিচিত সিঙ্গেলদের এমন হাহাকার।
১০. সিঙ্গেল জেনেও যখন কেউ জিজ্ঞেস করে, আজকে প্ল্যান কি? ডেট কার সাথে?
SHARE THIS ARTICLE