Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

যেসব কারণে এ দেশে বেশিরভাগ মানুষ কুকুর দেখলে ভয় পায়

Thumbnail

by Efter Ahsan

২২:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০২২

যেসব কারণে এ দেশে বেশিরভাগ মানুষ কুকুর দেখলে ভয় পায়

আমাদের মধ্যে অনেক মানুষই কুকুর দেখলে ভয় পায়। এই ভয়ের পেছনে সবারই কমবেশি ব্যক্তিগত কারণ থাকতেই পারে। কিন্তু কুকুরের প্রতি এই ভয় থেকে যদি ঘৃণার জন্ম নেয় আর সেখান থেকে কুকুরের প্রতি কারো বিরূপ আচরণ করার প্রবণতা দেখা দেয়, তখন বিষয়টা আর স্বাভাবিকভাবে নেওয়া যায় না। কুকুরের প্রতি এই ভীতির জন্য যতোটা না আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা দায়ী, তার চেয়ে অনেক বেশি দায়ী প্রচলিত বিভিন্ন গল্প। চলুন জেনে নেওয়া যাক, কি কি কারণে আমাদের দেশের মানুষ কুকুর দেখলে ভয় পায়।

১. ছোটবেলা থেকেই পাগলা কুকুরের কামড় খেয়ে জলাতঙ্ক হওয়ার বিভিন্ন গল্প শুনে বড় হওয়া

২. কুকুরের সাথে সখ্যতা গড়ে তুলতে সাহায্য করবে- পরিচিত মহলে এরকম কেউ না থাকা

৩. এলাকায় স্ট্রে-ডগ গুলোকে কখনো অ্যাটেনশন দেওয়ার সময় ও সুযোগ না পাওয়া

৪. কুকুরকে পোষ্য প্রাণী হিসেবে বিবেচনা না করে সব সময় হিংস্র প্রাণী হিসেবে দেখা

৫. কুকুর কিংবা অন্য কোন প্রাণীর সাথে ব্যক্তিগত কোন ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকা

৬. কুকুরকে নিয়ে থাকা ভীতি দূর করার জন্য কোনো পদক্ষেপ না নেওয়া

৭. কুকুর নোংরা প্রাণী, এদের কাছ থেকে দূরে থাকাই ভালো- এরকম বদ্ধমূল ধারণা পোষণ করা

SHARE THIS ARTICLE