যে লক্ষণগুলো প্রমাণ করে আপনি আসলে একজন মানুষরূপী রেলগাড়ি
by Bishal Dhar
১৪:১১, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
আপনি কি সবসময় লাইনে চলতে পছন্দ করেন, একটুও লাইনের বাইরে গেলেই কি আপনার জীবনে বিরাট গ্যাঞ্জাম লেগে যায়? তবে আপনি আসলে একজন মানুষরূপী রেলগাড়ি! এই লিস্ট থেকে জেনে নিন, একজন মানুষরূপী রেলগাড়ি হওয়ার বাকি লক্ষণগুলো সম্পর্কে।
১. আপনি কোন বে–লাইনের কাজ পছন্দ করেন না , সবসময় লাইনে চলেন
২. কোন কারণে লাইন থেকে বের হয়ে গেলেই বিরাট গ্যাঞ্জাম লাগিয়ে ফেলেন
৩. আপনার চলাফেরার মধ্যে একটা রাজকীয় ভাব আছে
৪. আপনার অনেক সাঙ্গোপাঙ্গ আছে, যারা আপনার পিছনে পিছনে চলে
৫. মাঝেমধ্যে আপনি একদম থেমে যান, কোন কাজ করেন না
৬. প্রায়ই আপনি দূরে ট্যুর দেন
৭. আপনি অনেক অ্যাডভেঞ্চার প্রিয়
৮. এলাকায় আপনি যখন হেঁটে যান, বেশ অ্যাটেনশন পান সবার থেকে
৯. তেলজাতীয় খাবার আপনার বেশি ভালো লাগে
SHARE THIS ARTICLE