ফেব্রুয়ারি মাসজুড়ে একেক ধরণের মানুষের অবস্থা যেরকম থাকে
by Sunehra Azmee
২০:২৯, ২০ ফেব্রুয়ারি ২০২৩
ফেব্রুয়ারি মাস বাঙালিদের জন্য খুবই উৎসবমুখর একটি মাস তবে এই উৎসবে কী সবাই মুখরিত থাকে? আমাদের আজকের আয়োজনে দেখে নিন, এই ফেব্রুয়ারি মাসটি একেকজনের জন্য কীরকম কাটে।
১. ভ্যালেন্টাইন্স ডে নিয়ে টেনশন এ হাঁসফাঁস করতে থাকে বাবা-মা সমাজ
২. হাজারটা উৎসব পালন করতে বাইরে যেতে যেতে গরীব হয়ে বসে থাকতে হয় ছেলেমেয়েদের
৩. প্রত্যেকটা উৎসবের জন্য শাড়ি কিনতে কিনতে মেয়েদের পাগল মার্কা অবস্থা হয়।
৪. রমরমা ব্যবসায় দোকানদার মামাদের অস্থির অবস্থা হয়ে থাকে।
৫. সিঙ্গেল মানুষরা বুকে কষ্ট নিয়ে “jag soona soona” শুনে ঘুরে বেড়ায়।
৬. এত উৎসব পালন করতে গিয়ে কাপলদের ঝগড়ার হার বেড়ে যায় দ্বিগুণ।
৭. প্রেমিকাদের রূপের প্রশংসা করার জন্য প্রেমিকদের প্রতি উৎসবে নতুন নতুন কমপ্লিমেন্ট বানাতে বসতে হয়।
SHARE THIS ARTICLE