যে ৮টি লক্ষণ থাকলে বুঝবেন আপনি অনলাইন শপিংয়ে আসক্ত
by Efter Ahsan
১৬:৪৩, ১০ অক্টোবর ২০২২
অনলাইনে শপিং করার মজা একবার যে পেয়ে গেছে, তাকে আর সেখান থেকে ফেরানো মুশকিল। এক সময় অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে কেনা জিনিসটা ব্যবহার করা হোক না হোক, অর্ডার করা চাই। এরকম এক্সাইটিং আসক্তি নিয়ে যারা দিন কাটাচ্ছেন, তাদেরকে নিয়েই আজকের আয়োজন!
১. আপনার নিউজফিড ভর্তি শুধু ই-কমার্স শপের পোস্ট
২. আপনার বাসায় প্রতি ৩ দিনে অন্তত একটা ডেলিভারি আসে
৩. আপনার জমানো টাকা এক সপ্তাহের বেশি থাকে না
৪. আপনার ফোনের গ্যালারিতে মানুষের ছবির চেয়ে প্রোডাক্টের ছবি বেশি
৫. ডেলিভ্যারি ম্যানদের সাথে আপনার একরকম ফ্রেন্ডশিপ হয়ে গেছে
৬. অর্ডার হাতে পাওয়ার পর আপনি চিন্তা করেন যে, কেন অর্ডার করেছিলেন!
৭. সব অনলাইন শপিংয়ের পেইজ আপনি “See First” দিয়ে রাখেন
৮. এত এত জিনিস কিনেছেন যে, নিজেই একটা ই-কমার্স পেইজ ওপেন করতে পারবেন
SHARE THIS ARTICLE