Menu
menu-icon close

যে ৭টি লক্ষণ প্রমাণ করে স্বভাবের দিক দিয়ে আপনি Saul Goodman এর মত

Thumbnail

by Maisha Farah Oishi

২৩:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

যে ৭টি লক্ষণ প্রমাণ করে স্বভাবের দিক দিয়ে আপনি Saul Goodman এর মত

তুমুল জনপ্রিয় সিরিজ ‘Breaking Bad’ এর দুর্দান্ত একটি চরিত্রের নাম Saul Goodman. এই চরিত্রটি দর্শকেরা এতোটাই ভালোবেসেছে যে, পরবর্তীতে ‘Better Call Saul’ নামে আরেকটি সিরিজ তৈরি হয় এই চরিত্রটিকে কেন্দ্র করে। আজকের লিস্টের সাথে যদি নিজের মিল খুঁজে পান, তাহলে হয়তো আপনি নিজেও কিছুটা Saul Goodman- এর মতোই।

১. আপনার বন্ধুরা কোনরকম বিপদে পড়লে সবার আগে আপনাকেই কল দেয়

২. আপনার মাথায় আইডিয়ার কোন কমতি নাই

৩. যেকোনো পরিস্থিতি আপনি কিভাবে কিভাবে যেন সামাল দিয়ে ফেলেন

৪. আপনি অন্যদের যতটা পারেন, সাহায্য করতে চেষ্টা করেন

৫. মানুষ আপনাকে সহজে বিশ্বাস করতে চায় না

৬. আপনি প্রায়ই নানারকম আজগুবি ঝামেলায় জড়িয়ে যান

৭. অনেক প্যারায় থাকলেও আপনি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করেন

SHARE THIS ARTICLE