যে ৮টি লক্ষণ প্রমাণ করে আপনি আসলে একজন মানুষরুপী Minion
by Maisha Farah Oishi
০০:২২, ১৭ অক্টোবর ২০২২
আমাদের সবার কাছেই কিন্তু minion খুব পরিচিত। তবে আপনি নিজেও কি একটা Minion এর মতো? সেটা আজকের লিস্টের সাথে নিজের মিল খুঁজে পান কিনা মিলিয়ে দেখে নিন।
১. আপনি ভীষণ মিশুক আর হাসিখুশি স্বভাবের
২. হলুদ রঙের প্রতি আপনার এক বিশেষ দুর্বলতা আছে
৩. চশমা ছাড়া আপনার চলেই না
৪. আপনি বেশিরভাগ সময় বন্ধুদের সাথে আড্ডা আর খুনসুটিতে মেতে থাকেন
৫. কলা আপনার বেশ প্রিয় একটি ফল
৬. জিন্স পরতে আপনি খুবই ভালোবাসেন
৭. আপনার ভীষণ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বাতিক আছে
৮. প্রায়ই অন্যরা আপনাকে খুব কিউট বলে
SHARE THIS ARTICLE