Menu
menu-icon close
  • ভাল্লাগসে

বাংলাদেশি মোটিভেশনাল স্পিকারদেরকে যে ৬টি কারণে পাত্তা দিবেন না

Thumbnail

by Efter Ahsan

১৭:১৭, ৪ মার্চ ২০২৩

বাংলাদেশি মোটিভেশনাল স্পিকারদেরকে যে ৬টি কারণে পাত্তা দিবেন না

১. The Struggle Is Real – মোটিভেশনাল স্পিকাররা রসিয়ে রসিয়ে তাদের স্ট্রাগলের কথা বলবে। যা সত্য কিনা মিথ্যা যাচাই করাও সম্ভব না।

২. Personal Achievements – বেশিরভাগ বাংলাদেশী মোটিভেশনাল স্পিকার ব্যক্তিগত অর্জন খুব বেশি নেই। বরং কয়েকটা অ্যাচিভমেন্ট এর উপর ভর করেই এখনো ব্যবসা টিকে আছে তাদের

৩. Hypocrisy At It’s Best – যারা নিজের ফ্রেন্ড সার্কেলের বন্ধুদের হিপোক্রেসি দেখে মনে করে যে দুনিয়ায় সব হিপোক্রেসি দেখা হয়ে গেছে, তারা আসলে মোটিভেশনাল স্পিকারদের ৫ বছর আগের এবং বর্তমান ভিডিওগুলো দেখে কম্পেয়ার করে নাই

৪. Singular Perspective – তারা যত কথাই বলুক, নিজের পার্সপেক্টিভ থেকে বলবে। আপনার বা যে কারো জায়গায় নিজেকে বসিয়ে দুনিয়াকে দেখার ক্ষমতা তাদের নাই

৫. Self Motivation Is A Real Thing – Self Motivation ছাড়া অন্য কোনো মোটিভেশন খুব বেশি কাজে আসে না। তাই হাবিজাবি অনেক কিছু নিয়েই তারা কথা বলবে কিন্তু সেলফ মোটিভেশন নিয়ে কথা বলে না । কারণ তাহলে তো ব্যবসায় লাল বাত্তি।

৬. They DON’T MATTER – তারা কি করেছে না করেছে, তাদের লাইফ কেমন বা অ্যাচিভমেন্ট কি – এগুলো কিছুই ম্যাটার করে না। হ্যাঁ, কোনো ভালো ইনফরমেশন বা গাইডলাইন যদি পেয়ে থাকেন তাদের কাছ থেকে তাহলে সেটা নিবেন। কিন্তু তার লাইফ তার, আপনার লাইফ আপনার।

SHARE THIS ARTICLE