Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • কস্কি মমিন

রাস্তাঘাটে যেসব সিচুয়েশন আমাদের ফেস করতে হয়

Thumbnail

by Nabila Faiza Islam

১৫:৫৬, ৫ মার্চ ২০২৩

রাস্তাঘাটে যেসব সিচুয়েশন আমাদের ফেস করতে হয়

রাস্তাঘাটে কাজের তাগিদে আমাদের সকলেরই বের হতে হয়। বাংলাদেশের রাস্তাঘাটের সবকিছুই কিছুটা আনপ্রেডিক্টেবল। আর এই আনপ্রেডিক্টেবল রাস্তায়ই ঘটে যায় নানা রকমের ঘটনা। রাস্তায় যাতায়াত করার সময় কি কি ধরনের সিচুয়েশন ফেস করতে হতে পারে তা এক ঝলক দেখে নিন। 

১. রাস্তার জ্যামে আটকে থাকতে থাকতে মনে হয় যে গাড়িতে না চড়ে উড়োজাহাজে করে গেলে আরো তাড়াতাড়ি পৌঁছাতে পারতেন।

২. বাসে উঠে সিট না পেলে ঝুলে ঝুলে যাওয়ার সময় মনে হয় এর চেয়ে ভালো হতো আপনি বাসা থেকেই বের না হতেন। 

৩. ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিকে বসে থাকতে থাকতে পায়ে হেঁটেই গন্তব্যর দিকে রওনা হন। 

৪. মোহাম্মদপুর বা নির্জন কোনো এলাকায় গেলে নিজের জীবনের চেয়ে বেশি ফোন হারানোর ভয়ে থাকেন। 

৫. বাসা থেকে কল আসলে রাস্তার আওয়াজে যখন রিং শুনেন না, তখন বাসায় গিয়ে আবার ঝাড়ি খেতে হয়। নেক্সট টাইম কল ব্যাক করবেন এইটা বলতে বলতেই দিন পার হয়ে যায়। 

৬. এইদিকে রাস্তাঘাটের লোকজন আপনাকে আপাদমস্তক চেকআউট করে আপনার কাপড়চোপড়ের কারনে আপনাকে জাজ করবে। 

৭. মোড়ে মোড়ে ফুল বিক্রেতা, এই সেই বিক্রেতার কাছ থেকে জিনিস কিনতে গিয়ে বাসায় যেতে যেতে আপনার এক বস্তা জিনিস কেনা হয়ে যায়। 

৮. হঠাৎ করে রাস্তায় চেনা পরিচিত কারো সাথে দেখা হয়ে গেলে সেইখানে আড্ডা আর আলাপ করতে করতেই সময় কোথায় জানি চলে যায়।

SHARE THIS ARTICLE