Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

বাসা বদলানোর সময় যেসব সিচুয়েশনের সম্মুখীন হতে হয়

Thumbnail

by Sunehra Azmee

২০:০৬, ৭ মার্চ ২০২৩

বাসা বদলানোর সময় যেসব সিচুয়েশনের সম্মুখীন হতে হয়

বাসা বদলানো সবসময়ই একটা ক্লান্তিকর কাজ যা নিয়ে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত টেনশনের অন্ত থাকে না। আজকের আমাদের আয়োজনে চলুন দেখে নেয়া যাক যে বাসা বদলানোর সময় আমাদের কি কি ধরণের পরিস্থিতির সাথে ডিল করতে হয়। 

১. বাবা মায়ের আগুন ঝরা মেজাজের শিকার হতে হয় অযথাই

২. নিজেকে পাবনা থেকে ছুটে আসা পাগলের মতো মনে হতে থাকে 

৩. ছোট থেকে ছোট জিনিসের হিসাব রাখতে হয়, তবুও কোনো না কোনো কিছু হারিয়েই যায় 

৪. আপনার প্রিয় আরামদায়ক 'ত্যানা' জামাকাপড়গুলো হঠাৎ করেই উধাও হয়ে যায়! 

৫. নতুন বাসা পরিস্কার করাটাও একটা ভয়ংকর দুঃস্বপ্নের মতো ব্যাপার 

৬. নতুন বাসার লাইট-ফ্যানের সুইচ কোনটা সেটা 'রাব্বি জিদনী ইলমা' পড়েও মনে রাখা যায় না!

৭. দিনশেষে শরীরটা সারাদিনের ধকলে এমন ভাবে ভেঙে পড়ে যেটা আর নেয়াই যায় না 

SHARE THIS ARTICLE