Menu
menu-icon close

যেসব বৈশিষ্ট্য কারো থাকলে বুঝে নিবেন, মিথ্যা বলায় তিনি পিএইচডি অর্জন করে ফেলেছেন

Thumbnail

by Bishal Dhar

১০:৪৭, ৩০ আগস্ট ২০২২

যেসব বৈশিষ্ট্য কারো থাকলে বুঝে নিবেন, মিথ্যা বলায় তিনি পিএইচডি অর্জন করে ফেলেছেন

এমন কাউকে কি আপনি চেনেন, যে কিনা একদম আপনার চোখের দিকে তাকিয়ে ক্রমাগত মিথ্যা কথা বলতে পারে কিংবা কসম খেয়ে মিথ্যা কথা বলাটাও তাদের জন্য কোনো ব্যাপারই না? তবে এক কাজ করুন নিজ দায়িত্বে একটা পিএইচডি সার্টিফিকেট তাদের বানিয়ে দিয়ে আসুন, কারণ তারা ইতিমধ্যেই মিথ্যা বলায় পিএইচডি পাওয়ার যোগ্য হয়ে উঠেছেন!

১. একদম চোখের দিকে তাকিয়েই সেই ব্যক্তি মিথ্যা বলে ফেলতে পারে!

২. কসম খেয়েও মিথ্যা কথা বলা তার জন্য ডাল-ভাত

৩. নিজের যেকোনো দোষ ঢাকতে সেই ব্যক্তি ক্রমাগত মিথ্যা বলে যুদ্ধ চালিয়ে যেতে পারে

৪. অনেকবার মিথ্যা বলে ধরা খাওয়ার পরও তার এই স্বভাব যায় না

৫. নিজের কাজ হাসিল করতে সে প্রচন্ড পরিমাণ চাপাবাজি করতে পারে

৬. কাছের বন্ধুরাও তাকে খুব একটা বিশ্বাস করে না,কারণ তার স্বভাব সবাই কমবেশি জানে

৭. তার মিথ্যা কথার জন্য অন্যদের মাঝে প্রায়ই ব্যাপক গ্যাঞ্জাম লেগে যায়

SHARE THIS ARTICLE