Menu
menu-icon close

বন্ধুদের মধ্যে যে ৮টি ঘটনা নিয়ে কমপ্লেইন করার কিছু নেই

Thumbnail

by Efter Ahsan

২২:৫৬, ২ ফেব্রুয়ারি ২০২৩

বন্ধুদের মধ্যে যে ৮টি ঘটনা নিয়ে কমপ্লেইন করার কিছু নেই

বন্ধুদের মাঝে যেমন মনের মিল থাকে তেমনি অমিলও থাকতে পারে। আমাদের পাশে থাকা বন্ধুদের দায়িত্ব, কিন্তু তাই বলে সব সময় পাশে থাকতেও তারা বাধ্য নয়। বন্ধুদের সব কাজ ভালো লাগবে বা আপনার সব কাজ তাদের কাছে ভালো লাগবে, এমন কোনও কথা নেই। আর এ নিয়ে অভিযোগ করারও কিছু নেই!

১. আপনার রেকমেন্ড করা মুভি বা টিভি সিরিজ তারা না-ও দেখতে পারে

২. ৫ মিনিটের কথা বলে আধা ঘণ্টা লেইট করতেই পারে

৩. বারবার একই ভুল ডিসিশন নেওয়ার জন্য আপনাকে কথা শুনাতেই পারে

৪. নিজের সুবিধামত অন্য বন্ধুদেরকে ট্রিট দিতেও পারে আবার নাও দিতে পারে

৫. কোনো বিশেষ হ্যাংআউটে বা পার্টিতে আপনাকে ইনভাইট নাও করতে পারে

৬. দিন রাত ২৪ ঘণ্টা আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য অ্যাভেইলেবল নাও থাকতে পারে

৭. নিজের অপারগতার কারণে আপনার কোনো প্রয়োজনে সাহায্য নাও করতে পারে

৮. আপনার কোনো কথা বা কাজে আনকম্ফর্টেবল ফিল করলে আপনাকে এড়িয়ে চলতে পারে

SHARE THIS ARTICLE