যে ৭টি লক্ষণ প্রমাণ করে “ফুচকাওয়ালা” হিসেবে আপনার ভবিষ্যত উজ্জ্বল
by Efter Ahsan
২৩:১২, ২৯ নভেম্বর ২০২২
কম্পিটিশনের এই যুগে, হয় ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে আমরা কনফিডেন্ট থাকি না হয় ভীষণ রকমের কনফিউশনে থাকি। কিন্তু দিনশেষে কেউই জানি না তরী কোথায় গিয়ে ঠেকবে। অথচ এই ৭টি লক্ষণ থাকলে অন্তত ফুচকাওয়ালা হিসেবে যে আপনার ভবিষ্যত উজ্জ্বল সেটা আন্দাজ করাই যায়। চলুন জেনে নেই সেগুলো কী কী-
১. আপনি “আপু/আপা” বলে সুন্দর করে ডাক দিতে পারেন। চেহারাতেও একটা মায়া মায়া ভাব আছে
২. একসাথে অনেক মানুষের (পড়ুন মেয়েদের) অসংখ্য আবদার মেটাতে পারেন
৩. ছাত্রজীবনে গার্লস স্কুল-কলেজের সামনে কারো অপেক্ষায় ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার অভ্যাস আছে
৪. আপনার স্মৃতিশক্তি খুব ভালো। অন্যদের সম্পর্কে ছোট ছোট ডিটেইলসও আপনার মনে থাকে
৫. আপনি কারো পিছে ঘুরেন না, বরং সবাই (বিশেষ করে মেয়েরা) আপনার পিছে ঘুরে
৬. যারা আপনাকে ভালো করে চিনে তারা সবাই স্বীকার করে যে আপনার হাতে যাদু আছে
৭. আপাতদৃষ্টিতে আপনাকে হাইজেনিক মনে হয়। তবে ব্যক্তিগতভাবে আপনি কতটা হাইজেনিক তা শুধুমাত্র আপনি নিজেই ভালো জানেন
SHARE THIS ARTICLE