বেস্টফ্রেন্ডের বিয়ে হয়ে গেলে যে ৮টি ব্যাপার নিয়ে আমরা প্যারা খেতে শুরু করি
by Bishal Dhar
০০:৩৯, ৫ নভেম্বর ২০২২
বেস্টফ্রেন্ডের বিয়ে যেকোনো মানুষের জন্য অত্যন্ত আনন্দের দিন, কিন্তু বন্ধুর একবার বিয়ে হয়ে গেলেই কিছু বিষয় নিয়ে আমাদের প্যারা খাওয়া শুরু হয়ে যায়, যেমন বন্ধু আগের মত আড্ডায় আসা কমিয়ে দেয়, কিংবা চাইলেই হুট করে তার সাথে প্ল্যান করা যায় না। আজ তাই এমনই কিছু অদ্ভুত প্যারা নিয়ে এই তালিকা।
১. জীবনেও কোন আত্মীয়ের বাসায় না যাওয়া বন্ধু পারিবারিক বিভিন্ন দাওয়াতে নিয়মিত যেতে শুরু করে
২. হুট করেই তাকে তার পার্টনারকে নিয়ে অন্য কাপলদের সাথে আড্ডা দিতে দেখা যেতে থাকে
৩. যে বিষয়গুলোতে আপনারা একসাথে চিল করতেন, সেগুলো সে তার পার্টনারের সাথে করে
৪. আপনাদের মধ্যকার কথাবার্তা এখন আগের মত “ক্রেজি র্যান্ডম টকের” পরিবর্তে “ডমেস্টিক বোরিং টকে” পরিণত হয়েছে
৫. ব্রেকআপের থেকে ইদানিং বেশি কষ্ট লাগে, বন্ধুকে আগের মত আড্ডায় না পাওয়ায়
৬. আগের মত যখন তখন হুট করে তাকে আর ফোন দেওয়া যায় না
৭. আগের মত চাইলেও তাদের সাথে হুট করে কোন প্ল্যান করতে পারেন না
৮. আপনার বাবা-মা আপনার বন্ধুর উদাহরণ দেখিয়ে আপনাকে বিয়ের জন্য উদ্বুদ্ধ করতে শুরু করে
SHARE THIS ARTICLE