Menu
menu-icon close
  • মাইরালা
  • কস্কি মমিন

যে ৯টি ঘটনা প্রমাণ করে মানুষ বাথরুমে গিয়েই সব ভুলে যায়

Thumbnail

by Efter Ahsan

১২:২১, ২৯ অক্টোবর ২০২২

যে ৯টি ঘটনা প্রমাণ করে মানুষ বাথরুমে গিয়েই সব ভুলে যায়

বাথরুমে গেলে অনেকেরই মাথা ভালো কাজ করে। কারো কারো নতুন আইডিয়া আসে, কেউ বা গান গায়। কিন্তু কমবেশি সবাই বাথরুমে গেলে ভুলোমনা হয়ে যায়। বিশ্বাস হচ্ছে না? আপনাকে বিশ্বাস করানোর জন্যেই আজকের তালিকা।

১. বাথরুমে ঢোকার সময় অনেকে স্যান্ডেল পরতে ভুলে যায়

২. হাত মুখ ধোয়ার পর ঠিকমত বেসিনের কল বন্ধ করতে ভুলে যায়

৩. চশমা খোলার পর তা বাইরে নিয়ে আসার কথা ভুলে যায়

৪. টয়লেট ব্যবহার করার পর ফ্ল্যাশ করতে ভুলে যায়

৫. শ্যাম্পু করার প্ল্যান করে ঢুকে শ্যাম্পু করতেই ভুলে যায়

৬. গোসলে করতে ঢুকার সময় গামছা বা তোয়ালে নিতে ভুলে যায়

৭. বাথরুম থেকে বের হওয়ার সময় লাইট অফ করতেও ভুলে যায়

৮. অনেকে আবার টয়লেট টিস্যু আছে কি না চেক করতে ভুলে যায়

৯. আর ভুলে যাওয়ার সর্বোচ্চ লেভেলে গিয়ে, বাথরুমের দরজা বন্ধ করতেও ভুলে যায়

SHARE THIS ARTICLE