Menu
menu-icon close

পরিবারের ছোট সন্তানদের যেসব দুঃখ শোনার কেউ নেই

Thumbnail

by Efter Ahsan

১১:১৫, ৩০ আগস্ট ২০২২

পরিবারের ছোট সন্তানদের যেসব দুঃখ শোনার কেউ নেই

যাকেই জিজ্ঞেস করবেন সে বলবে “পরিবারের ছোট সন্তান তো সবচেয়ে বেশি আদর পায়, যা চায় তাই পায় কিংবা বেশি আদর পেয়ে পেয়ে বাঁদর হয়” কিন্তু সেই ছোট সন্তানদেরই যে কতো দুঃখ আছে তা কেউ জানে না! দুঃখের কথা বলতে গেলেও শোনার মানুষও পাওয়া যায় না। আজকে সেসব দুঃখের কথাই আপনাদেরকে শুনাবো

১. জগে পানি শেষ হয়ে গেলে পানি ভরতে হয়, ঘরের লাইটের সুইচ অফ/অন করা থেকে শুরু করে বড়দের জন্য চা-পানি নিয়ে আসা সব করতে হয়

২. টিভির রিমোটের কন্ট্রোল সবসময় বড়দের হাতেই থাকে

৩. ফ্যামিলির সবার ফুটফরমাশ খাটতে হয় আর কারণে অকারণে জিনিসপত্র আনতে বাইরে যেতে হয়

৪. হাতে মোবাইল নিলেই পরিবারের বড় সদস্যদের ঝাড়ি খেতে হয়

৫. বাসার যাবতীয় বিল পেমেন্টের দায়িত্ব পালন করতে হয়

৬. প্রতিবার কলিং বেল বাজলেই মেইন দরজা খোলার জন্যে যেতে হয়

SHARE THIS ARTICLE