স্বভাবে যে ৮টি লক্ষণ থাকলে আপনি আসলেই FRIENDS এর Ross
by Bishal Dhar
০২:৫৩, ৬ অক্টোবর ২০২২
আপনি কি সারাক্ষণ অন্যদের কথার ভুল ধরতে থাকেন কিংবা নিজের রিলেশন না টিকলেও অন্যদের love guru হিসেবে নিজেকে সারাক্ষণ নিয়োজিত রাখেন, তবে আপনি Friends সিরিজের Ross। আজ বন্ধু দিবসে আপনার Ross হওয়ার আরও কিছু লক্ষণ মিলিয়ে নিন, আর আপনার চেনা জানা কেউ এমন থাকলে তাকেও জানিয়ে দিন!
১. আপনি একজন grammar nazi, সারাক্ষণ সবার ভুল ধরতে থাকেন
২. রিলেশনশিপ নিয়ে আপনার অভিজ্ঞতা আসলে খুব একটা ভালো নয়
৩. আপনার গ্রুপে নিজের লুক নিয়ে সবচেয়ে বেশি সচেতন আপনি
৪. মিউজিক অনেক বেশি ভালোবাসেন
৫. নিজের রাগ সহজে সামলাতে পারেন না, রেগে গেলে মুখে যা আসে বলে দেন
৬. রিলেশন নিয়ে নিজের খারাপ অভিজ্ঞতা থাকলেও, অন্যদের জন্য আপনি love guru
৭. বন্ধু হিসেবে আপনাকে যারা পেয়েছে তারা আসলে ভাগ্যবান
৮. যেটা আপনি মনেপ্রাণে বিশ্বাস করেন, সেখান থেকে কেউ আপনাকে একচুলও নড়াতে পারে না
SHARE THIS ARTICLE