Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

Baby Face হলে যে ৮টি প্যারার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়

Thumbnail

by Bishal Dhar

০৩:০৬, ১০ অক্টোবর ২০২২

Baby Face হলে যে ৮টি প্যারার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়

তরুণ থাকতে কে না চায়, সবাই-ই চায়! তবে নিজের তারুণ্য ধরে রাখাতে কিন্ত কিছু কিছু ক্ষেত্রে মুদ্রার উল্টোপিঠও রয়েছে, তেমনই একটি সমস্যা হচ্ছে বেবি ফেস। যাদের এমন বেবি ফেস রয়েছে তাদের দৈনন্দিন জীবনে নানান ঝামেলা পোহাতে হয়! আপনিও যদি এই একই সমস্যার ভুক্তভোগী হন তবে আজকের লেখাটি আপনার জন্যই-

১. অনেকে আপনার বয়স বোঝে না বলে তুমি ডেকে বসে

২. প্রথম দেখায় অফিসে নতুন কেউ ভেবে বসে- আপনি ইন্টার্ন

৩. প্রেমজনিত ব্যাপারে অনেক সময় পাত্তা কম পান

৪. অনেকে তো আবার এককাঠি সরেস, বলে বসেন- তুমি কি স্কুলে পড়ো?

৫. অনেক সময় আপনার মতামতের মূল্য দেওয়া হয় না

৬. নিজের ছোট ভাই-বোনের থেকেও আপনাকে ছোট লাগে, এই কথা শুনতে শুনতে আপনি বিরক্ত

৭. “কিউট” শব্দটা সুন্দর হলেও আপনার কাছে বিরক্তিকর, কারণ সবসময় শুনে শুনে অভ্যস্ত আপনি

৮. ইউনিভার্সিটিতে জুনিয়রদের কাছে বহুবার বিব্রত হয়েছেন

SHARE THIS ARTICLE