যে ব্যাপারগুলো এক্সট্রা না হলে বাংলাদেশিদের চলেই না
by Bishal Dhar
১৬:০৮, ৯ ফেব্রুয়ারি ২০২৩
আমরা বাংলাদেশিরা জন্মসূত্রেই একটু এক্সট্রা লাভার, সবকিছুতেই একটু এক্সট্রা না হলে আমাদের চলেই না। যেমন শপিং করতে গিয়ে আমাদের মায়েদের দেখা যায় এক্সট্রা শপিং ব্যাগ সাথে করে নিয়ে আসতে, এ ব্যাপারে তাদের যুক্তি থাকে এগুলো পরে কাজে লাগবে। একইভাবে ঈদের ছুটির শেষ দিকে যদি শুক্র/শনিবার অ্যাড হয়ে আরও দুই একদিন এক্সট্রা ছুটি পাওয়া যায়, তখন জীবনকে মনে হয় চরম আনন্দের! আজ আমাদের বাংলাদেশিদের ভালোবাসার এমন কিছু এক্সট্রা জিনিসই খুঁজে বের করেছি।
১. শপিং করতে গিয়ে এক্সট্রা শপিং ব্যাগ
২. ফুচকা খাওয়ার পরে আরও দুই একটা মশলা ছাড়া এক্সট্রা ফুচকা
৩. নাস্তা খাওয়ার সময় নাস্তার দোকানের এক্সট্রা ভাজি বা ডাল
৪. অনেক টাকার বাজার করার সময় দোকান থেকে এক্সট্রা মিনি সাবান বা শ্যাম্পু
৫. ঈদের ছুটির শেষ দিকে এসে শুক্র/শনিবার অ্যাড হয়ে আরও এক্সট্রা দুই-একদিন ছুটি
৬. আড্ডার জন্য আরেকটু এক্সট্রা টাইম
৭. বিয়ের দাওয়াতে গিয়ে এক্সট্রা রোস্ট বা এক্সট্রা কাচ্চির আলু
SHARE THIS ARTICLE