যে ৮টি পরিস্থিতিতে জীবনটাকে দুঃখের কুয়া মনে হয়
by Bishal Dhar
১৮:০৩, ১০ নভেম্বর ২০২২
আমাদের জীবনে দুঃখের শেষ নেই, তবে কিছু পরিস্থিতি আছে যখন দুঃখ এত বেশি মাত্রায় থাকে যে, জীবনটা দুঃখের সাগর ছাড়া আর কিছুই মনে হয় না। আজ চলুন জেনে নেই, এমনই কিছু মুহূর্তের ব্যাপারে
১. যখন কাউকে সকালে ডেকে দিতে বলার পর, সেই সময়ের আরো এক ঘন্টা আগে থেকেই ডাকা শুরু করে
২. কিনবো না জেনেও কোন কিছুর দাম বলার পর, দোকানদার সেই দামেই যখন রাজি হয়ে যায়
৩. ভালো কোর্স টিচার দেখে কোর্স সিলেক্ট করার পর যখন সেই কোর্স অন্য টিচার নেয়
৪. ছুটির দিনে অনেক সকালে যখন ঘুম ভেঙ্গে যায়
৫. জ্যামে বসে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে, বিরক্ত হয়ে নেমে হাঁটা শুরু করার পরেই যখন জ্যাম ছেড়ে দেয়
৬. বৃষ্টির দিনে যখন অফিস যেতে হয়
৭. অন্য কারো বাসায় টয়লেট ব্যবহারের পর যখন ফ্ল্যাশ কাজ করে না
৮. বেতন পাওয়ার পর উরাধুরা খরচ করে, মাসের মাঝখানে এসেই যখন পকেট খালি হয়ে যায়
SHARE THIS ARTICLE