গেট টুগেদারে Awkward ফিল করলে যেসব আজব কাজ কারবার আমরা করে থাকি
by Nabila Faiza Islam
১৭:১৫, ২০ মার্চ ২০২৩
আমাদের মধ্যে অনেকেই কোনো ফ্যামিলি গেট টুগেদার বা অন্য কোনো গ্যাদারিং এ গিয়ে অকওয়ার্ড ফিল করি। কোনো গেট টুগেদারে গিয়ে অকওয়ার্ড ফিল করলে আমরা এমন এমন কাজ করি যা দেখে অনেকেই হয়তো আমাদের ভেতরের অবস্থা ঠিকই বোঝে, কিন্তু কিছু বলতে পারে না। দেখে নিন আমরা কোনো গেট টুগেদারে গিয়ে অকওয়ার্ড ফিল করলে কি কি করে থাকি।
১. এমন ভাবে বসে থাকি মনে হয় যেন সেভাবে বসে থাকা ছাড়া দুনিয়ায় আর কিছু করার নেই
২. কিছু করার না পেয়ে আবার অনেক সময় হাতের নখ কামড়াতে থাকি বা দেখতে থাকি, যেন ওইখানে করার মতো এই একটাই কাজ আছে!
৩. টিভি অন থাকলে তো কথাই নেই! সব ইগ্নোর করে এমনভাবে টিভি দেখতে থাকি মনে হয় যেন ওই জায়গায় টিভি দেখার জন্যই গিয়েছি
৪. যে যাই বলে তার সাথে সম্মতি জানিয়ে অকওয়ার্ডলি মাথা নাড়ি
৫. ছোটদের সাথেও মিশতে পারি না কারণ ওদের চেয়ে বড়, আবার বড়দের গ্রুপের সাথেও মিশতে পারি না কারণ ওদের চেয়ে বেশি ছোট।
৬. কারো খারাপ জোক শুনে হাসার নাটক করার চেষ্টা করি
৭. কেউ কোনো প্রশ্ন ছুঁড়ে দিলে আর প্রশ্নোত্তর পর্ব খেলা শুরু করে দিলে অকওয়ার্ডলি সব প্রশ্নের উত্তর দিতে থাকি
৮. খেলা নিয়ে কেউ আলোচনা শুরু করলে এমন ভাব করি আর এত উত্তেজনা দেখাই যে, দেখলে মানুষ বিগেস্ট স্পোর্টস ফ্যান ভাববে!
SHARE THIS ARTICLE