Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

আমাদের দেশের যেকোনো ফ্যামিলি গ্যাদারিং এ যে কয়েক ধরনের আজব পরিস্থিতির সৃষ্টি হবেই

Thumbnail

by Sunehra Azmee

১৫:৩২, ২১ মার্চ ২০২৩

আমাদের দেশের যেকোনো ফ্যামিলি গ্যাদারিং এ যে কয়েক ধরনের আজব পরিস্থিতির সৃষ্টি হবেই

সব চাচা- ফুফু- খালা- মামারা একত্র হলে ৮ মাত্রার বিপদ সংকেত ঘোষণা করা অসম্ভব কিছু না, তবে একেই আমরা কিউট করে নাম দিয়েছি ফ্যামিলি গ্যাদারিং। আর এই ফ্যামিলি গ্যাদারিং এ কী রকম অবস্থার সৃষ্টি হয় তাই নিয়ে আমাদের আজকের আয়োজন। 

১. ভাইবোন কে কার জমি মারসে সেটা নিয়ে একচোট ঝগড়া অবশ্যই হবে!

২. কোনো একটা পিচ্চি খুব র‍্যান্ডমলি কারো রুমে বেহুশ ঘুমে মগ্ন থাকবে

৩. ছোট কাজিনরা দৌড়াদৌড়ি খেলতে থাকবে এক রুম থেকে আরেক রুমে।

৪. বাকি কাজিনরা বসে বসে বড়দের ঝগড়াঝাটি দেখতে থাকবে পপকর্ন হাতে নিয়ে 

৫. টিটকারি আর খোঁচা মেরে কথা বলা ছাড়া তো ফ্যামিলি গ্যাদারিং জমবেই না

৬. ৩ ঘণ্টা ঝগড়া করে ঠিকই শাহী খাবারের সময় সবাই একসাথে 'hum saath saath hain' হয়ে বসে যাবে খেতে!

৭. আর যদি এটা চট্টগ্রামের ফ্যামিলি গ্যাদারিং হয় তাহলে ওইটা ফ্যামিলি গ্যাদারিং না, সেটা অবশ্যই কাজিনদের নিকাহ অনুষ্ঠান!

SHARE THIS ARTICLE