যে লক্ষণগুলো প্রমাণ করে আপনি আসলে একটা ফ্রিজ
by Bishal Dhar
১১:২৯, ১৩ মার্চ ২০২৩
আপনি কি অন্যদের ঠান্ডা রাখতে পারেন, যেকোনো কিছুকেই মনের মধ্যে অনেক দিন জমিয়ে রাখতে পারেন? তবে জেনে নিন আপনি আসলে কোন সাধারণ মানুষ নন, আপনি একটা মানুষরূপী ফ্রিজ। আপনার ফ্রিজ হওয়ার অন্য লক্ষণগুলোও মিলিয়ে নিন
১. বাইরে আপনাকে দেখে গরম মেজাজের মনে হলেও, ভিতরে আপনি অনেক ঠান্ডা
২. অন্যদের মাথা ঠান্ডা করতেও আপনার বিশেষ দক্ষতা আছে
৩. আপনি যেকোনো কথা মনের মধ্যে জমিয়ে রাখেন
৪. খাওয়া-দাওয়ার ব্যাপারে আপনার কোন বাছবিচার নেই
৫. গরমের দিন আপনার একদমই সহ্য হয় না
৬. মাঝেমধ্যে কেউ কেউ আপনার মনের দরজা খুলে চলে যায়
৭. আপনি বেশ পরিপাটি থাকেন
৮. আপনার কথায় মানুষের মনের মধ্যে একটা শীতল অনুভূতি বয়ে যায়
SHARE THIS ARTICLE