ইফতারের সময় যে ঘটনাগুলো প্রত্যেক ঘরেরই কাহিনী
by Sunehra Azmee
১৬:৪৭, ২৬ মার্চ ২০২৩
ইফতারের সময়টা মুসলিম পরিবারের জন্য বেশ হযবরল একটা সময়। সবার মেজাজ খারাপ, সবাই বিরক্ত, সবাই খাবার রান্না অথবা টেবিল গুছানো নিয়ে ব্যস্ত, হইহুল্লোড় আওয়াজ আর এটা প্রত্যেকটা ঘরেই কমবেশি ঘটে, তাই আমাদের আজকের আয়োজন ইফতারের সময়ের ওইসব ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে যার সাথে আমরা সবাই রিলেট করতে পারি।
১. আম্মুসমাজের মেজাজ একদম চরম লেভেলের খারাপ থাকে।
২. আব্বুরা কোনো একটা ফল নিয়ে এসে সেটা সবাইকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে।
৩. ঘরের মেয়েরা মায়ের ঝাড়ি খেতে খেতে শরবত বানায় আর টেবিল সাজাতে ব্যস্ত থাকে।
৪. উচ্চস্বরে টিভিতে চলতে থাকে কেকা আপার রান্নার অনুষ্ঠান, নয়তো মোনাজাত
৫. আম্মু-আব্বুর একটা কিছু নিয়ে ঝগড়া তো হবেই হবে।
৬. খেজুর এখনো বের করা হয় নাই এটা নিয়ে একটা দ্বন্দ্ব মাস্ট হবে।
৭. দূরের একটা মসজিদের আজান শুনেই খাওয়া শুরু করে দেয়া হবে, নাকি হবে না- সেটা নিয়েও এক ছটাক কনফিউশনের সৃষ্টি হবে।
SHARE THIS ARTICLE