গরমকালে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের জীবনটা যেমন
by Bishal Dhar
১০:৩৬, ৪ মার্চ ২০২৩
গরমের দিনগুলোতে আমাদের জীবনে শীতের চেয়ে যন্ত্রণা থাকে অনেক বেশি। এই সময় দুপুরবেলা বাইরে বের হওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা, এছাড়া গোসল করে আসার পরমুহূর্তেই ইলেক্ট্রিসিটি চলে গেলে মনে হয় জীবনটাই শেষ। গরমকালে আমাদের জীবনযাত্রার আরও এমন কিছু বিষয়গুলোকে আজ দেখানোর চেষ্টা করেছি জিফের মাধ্যমে
১. দুপুরবেলা কোথাও বের হওয়ার পর
২. প্রচন্ড রোদ থেকে এয়ার কন্ডিশন্ড কোনো রুমে যাওয়ার পর
৩. সকালবেলা যখন বুয়া ফ্যান বন্ধ করে, যাওয়ার সময় আর অন করে দিয়ে যায় না
৪. গোসল করে আসার পরমুহূর্তেই ইলেক্ট্রিসিটি চলে গেলে
৫. অনেকক্ষণ রোদে থাকা বাইক বা রিকশার সিটে বসার পর
৬. রোদের মধ্যে যখন জ্যামে আটকে যেতে হয়
৭. প্রচন্ড গরমের মাঝে এক গ্লাস শরবত পেলে
৮. ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি না পেলে
SHARE THIS ARTICLE