Menu
menu-icon close

যে লক্ষণগুলো প্রমাণ করে ভাত নয়, চিপস আপনার প্রধান খাদ্য

Thumbnail

by Bishal Dhar

০৮:৩৮, ৩১ আগস্ট ২০২২

যে লক্ষণগুলো প্রমাণ করে ভাত নয়, চিপস আপনার প্রধান খাদ্য

যখনই আপনি বাইরে যান, বাসায় ফেরার সময় আপনার হাতে চিপসের প্যাকেট থাকবেই থাকবে, এমনটা কি হয় আপনার সাথে? তবে অভিনন্দন! আপনি একজন প্রকৃত চিপস লাভার। এক্ষুনি এক প্যাকেট চিপস খেতে খেতে চিপস লাভার পাখি লক্ষণগুলো নিজের সাথে নিজের বাকি চিপস লাভার হওয়ার লক্ষণগুলো মিলিয়ে নিন। 

১. যেকোনো বেলায়, যেকোনো পরিস্থিতিতে চিপস পেলেই আপনি খেয়ে দেন

২. আপনি যতবারই বাইরে যান, বাসায় ফেরার পথে আপনার হাতে একটা চিপসের প্যাকেট থাকবেই থাকবে

৩. কোথাও ঘুরতে গেলে আপনার সাথে চিপসের একটা এক্সট্রা ব্যাগেজ থাকে

৪. চিপস আপনি ভাতের মত খান

৫. অনেক ধরনের চিপস ট্রাই করলেও, বিশেষ কোন এক ব্র্যান্ডের চিপস সারাজীবনই আপনার মনে জায়গা নিয়ে রাখবে

৬. চিপস খাওয়ার অপকারিতা নিয়ে আপনাকে কেউ জ্ঞান দিলে, আপনি তাকে ইগনোর করেন অথবা মন থেকে ব্লক করে দেন

৭. আপনার ঘরে সবসময়ই চিপসের স্টক মজুদ থাকে

৮. নিজের সম্পত্তি শেয়ার করতে রাজি থাকলেও, চিপসের প্যাকেট কারো সাথে শেয়ার করতে আপনি রাজি নন

৯. কেউ তার নিজের চিপসের প্যাকেট আপনাকে বাড়িয়ে দিলে, আপনি লজ্জাশরমের মাথা খেয়ে অর্ধেকটা খেয়ে ফেলেন

১০. শুধুমাত্র এক চিপসের জন্য আপনার জীবনে ডায়েটিং আসতে পারছে না

SHARE THIS ARTICLE