রমজান মাসের যে ৭টি ব্যাপারের সাথে সব স্টুডেন্টরাই রিলেট করতে পারবে
by Maisha Farah Oishi
১১:৩১, ২৭ মার্চ ২০২৩
প্রত্যেক রমজান মাসেই স্টুডেন্টের সাথে মোটামুটি এইসব ব্যাপারগুলোই ঘটে থাকে। তাই আজকের লিস্টের সাথে স্টুডেন্টরা অবশ্যই রিলেট করতে পারবে।
১. সারাদিন পড়ালেখা-কাজকর্ম বাদ দিয়ে, সব ইফতারের পরে করার জন্য জমিয়ে রাখা
২. কিন্তু ইফতারের পর ভরপেট খেয়েদেয়ে একেবারে নেতিয়ে পড়া এবং পড়ালেখার এনার্জি হারিয়ে ফেলা
৩. সারারাত ফোন স্ক্রল করতে করতেই সেহেরির সময় হয়ে যাওয়া!
৪. সেহরির সময় নিজ দায়িত্বে ফ্যামিলির সবাইকে ডেকে তোলা
৫. দিনের বেশিরভাগ সময় ঘুমিয়েই কাটিয়ে দেয়া
৬. ইফতারে বাসার সবার জন্য শরবত বানানো
৭. ‘কালকে থেকে ভালোমতো পড়তে বসবো’- প্রতিদিনই এই প্রতিজ্ঞা করা এবং তা ভাঙ্গা!
SHARE THIS ARTICLE