যেসব ফুড আইটেম ভুলেও প্রথম ডেটে অর্ডার করবেন না
by Maisha Farah Oishi
১৭:১২, ৩১ আগস্ট ২০২২
প্রথমবার কারো সাথে ডেটে যাওয়া মানেই ‘first impression’ জমানোর একটা বিশেষ দিন। তাই কোন খাবারগুলো অন্তত প্রথম দিনে অর্ডার না করাই ভালো, সেটা নিয়ে আজকের এই লিস্ট।
১. Messy Burger – প্রথম ডেটেই সসে টইটুম্বুর বার্গার, বিশাল বড় সাইজের হাঁ করে খেলে, একটু কেমন জানি দেখাবে!
২. Wings – হাতে-মুখে বেশ মাখামাখি হয়ে যায়, তাই প্রথম দিন এটা avoid করাই ভালো!
৩. Spaghetti – বিশাল বড় সাইজের স্প্যাগেটি খেতে গিয়ে প্রায়ই মুখের চারপাশে মাখামাখি হয়ে অদ্ভুত অবস্থা হয়ে যায়!
৪. Onion Rings – পেঁয়াজের কারণে একটু বাজে স্মেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এটা বরং প্রথম দিনে এড়িয়েই চলুন।
৫. Lobster or Crabs – লবস্টার/ক্র্যাব অথবা shell fish জাতীয় খাবারগুলো খেতে বেশ কসরত করা লাগে, তাই দেখতেও কিছুটা weird লাগে
৬. Carbonated Beverages – কার্বোনেটেড সফট ড্রিংকস খাওয়া মানেই কিছুক্ষণ পর পর ঢেকুর তোলার সম্ভাবনা, তাই বাদ দিতে পারলেই ভালো।
৭. Spicy Foods – খুব বেশি ঝাল খাবার এড়িয়ে চলাই ভালো হবে, বিশেষ করে যদি আপনি ঝাল খেতে অভ্যস্ত না হন
৮. Overpriced Items – প্রথম ডেটে গিয়েই আরেকজন বিল দিবে ভেবে, ইচ্ছামতো দামি খাবারের আইটেম অর্ডার করাটা বেশ অভদ্রতাই বলা যায়!
SHARE THIS ARTICLE