ডিজিটাল বাংলাদেশি বাবা-মায়েরা তাদের বাচ্চাদের যেসব ডায়লগ দিবে
by Maisha Farah Oishi
১৫:০৬, ১৮ জানুয়ারি ২০২৩
ছোটবেলায় আমাদের বাবা-মাদের কমন কিছু ডায়লগ থাকতোই। কখনো ধমকানোর জন্য, আবার কখনো আদর আহ্লাদ বা উৎসাহ দেওয়ার জন্য। কিন্তু এখনতো আবার ডিজিটাল যুগ, দিনকালও বেশ পাল্টে গেছে। তাই ভবিষ্যতের মা-বাবাদের তাদের সন্তানদের সাথে ঠিক কেমন আচরণ হতে পারে, তা নিয়েই আজকের এই লিস্ট।
১. আমার কথা না শুনলে একদম তোর ডিপিতে হাহা দিয়ে দিবো!
২. মুখে মুখে তর্ক করিস? আজকেই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা পাল্টে ফেলব!
৩. পড়ালেখা ঠিকমতো না করলে কিন্তু নেটফ্লিক্স এর মেম্বারশীপ বাতিল করে দিব।
৪. তোর বয়সে থাকতে জয়া আহসান আমারও ক্রাশ ছিলো রে!
৫. কি খেতে ইচ্ছা করছে বল, এখনি অনলাইন -এ অর্ডার করছি।
৬. তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ কর, তারপর রাতে একসাথে গেইম খেলবো।
৭. ঠিকমতো একটা সুন্দর ছবি তুলে দেতো, তোদের জন্য খাটতে খাটতে ফেসবুকে প্রোফাইল পিকচারটাও বদলানোর সময় পাই না!
৮. সারাদিন এত বাইরে বাইরে ঘুরিস কেন? এরপর থেকে আমাকেও নিয়ে যাবি ঘুরার সময়।
৯. তুই আমার ছেলে হয়ে অন্য ফুটবল ক্লাব সাপোর্ট করবি মানে? আমি যাদের সাপোর্ট করি তোকেও তাদেরই করতে হবে!
১০. পাশের বাসার ভাবীর মেয়ের থেকে তোর ফলোয়ার কম কেন? তোকে কি আমরা কম আদর-যত্ন করি?
১১. তুই একটা ছেলে হয়ে সারাদিন এত ছেলেদের সাথে কেন ঘুরাঘুরি করিস? দিনকাল ভালো না বাবা, একটু মেয়েদের সাথে মেলামেশার অভ্যাস কর!
১২. ফেসবুক লাইভে সবাই তোমাকে দেখতে চাচ্ছে আসো সবার সাথে কথা বলে যাও, লজ্জা পাচ্ছো কেন? কিরকম অসামাজিক হয়ে যাচ্ছে দিন দিন!
SHARE THIS ARTICLE