Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

যে কয়েক টাইপের বউ আমাদের দেশের ঘরে ঘরে দেখা যায়

Thumbnail

by Bengal Beats

১৫:২৬, ১৭ ডিসেম্বর ২০২২

যে কয়েক টাইপের বউ আমাদের দেশের ঘরে ঘরে দেখা যায়

আমাদের দেশে বাড়ির বউকে নিয়ে প্রায়ই কোন না কোন ড্রামা চলতেই থাকে। এমনকি স্বভাব অনুযায়ী ঘরের বউদের বিভিন্ন ক্যাটাগরিতেও ফেলা হয়। আজকে জেনে নিন তেমনি কয়েক ধরনের বউ সম্পর্কে।আইডিয়াটি সংগ্রহ করা হয়েছে তামান্না সেতুর ফেসবুক প্রোফাইল থেকে।

১. ভালো বউ – যে বউকে আপনি কষ্ট দিলে, মাইর দিলে, অবহেলা করলে, ছেঁড়া কাপড়ে রাখলেও হাসিমুখে সংসার করে! এদের জীবনের মূলমন্ত্র হলো, ‘আমি তোমার বধু তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি।’

২. ধৈর্যশীল বউ – যে বউকে আপনি কষ্ট দিলে, মাইর দিলে, অবহেলা করলে, ছেঁড়া কাপড়ে রাখলেও হাসিমুখে সংসার করতে করতে করতে করতে কবরে চলে যায়। এদের জীবনের মূলমন্ত্র হলো – ‘দুনিয়ায় কষ্ট করলে আখেরাতে শান্তি পাওয়া যায়!’

৩. সহজসরল বউ – যে বউকে আপনি কষ্ট দিলে, মাইর দিলে, অবহেলা করলে, ছেঁড়া কাপড়ে রাখলেও সে বুঝেই না যে একে কষ্ট বলে! এরা বরং ভাবে যে, ”আমার স্বামী আমাকে যেখানে যেখানে মারবে, সেসব জায়গা বেহেশতে যাবে!’

৪. বেয়াদব বউ – যে বউ উচিত কথা বলে।

৫. অলক্ষী বউ – যে বউ একটা ভীমবার দিয়ে মাত্র ১৫ দিন থালা- বাসন মাজে, এবং যার হাত থেকে প্রতি ৫ বছরে একটা কাচের প্লেট ভাঙে।

৬. ট্যাটনা বউ বা পাখনা গজানো বউ – যে বউ চাকরি করে, ব্যবসা করে বা যেকোনো উপায়ে অর্থ উপার্জন করে।

৭. বউ সংসারী না – যে বউ বাড়িতে থাকার পরও বুয়া রাখতে হয় এবং যে বউ মাসে একবার বেড়াতে যায়।

SHARE THIS ARTICLE