Menu
menu-icon close
  • মাইরালা

পরীক্ষার আগের রাতে অধিকাংশ স্টুডেন্টরাই যে কাজগুলো করে

Thumbnail

by Bishal Dhar

১৭:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২৩

পরীক্ষার আগের রাতে অধিকাংশ স্টুডেন্টরাই যে কাজগুলো করে

বিশ্ববিদ্যালয়ে উঠলেই আমাদের পড়ালেখার ট্র্যাক একদম চেইঞ্জ হয়ে যায়, নতুন নতুন এই জীবনে এসে, আগে যেই স্টুডেন্ট সারাদিন বই নিয়ে বসে থাকতো, সেও পরীক্ষার আগের রাত ছাড়া পড়ালেখা করতে খুব একটা বসে না। আজ মিলিয়ে নিন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাই পরীক্ষার আগের রাতে যে কাজগুলো করে, আই রিপিট, অধিকাংশ বাংলাদেশি ছাত্র-ছাত্রী সবাই কিন্তু না…

১. প্রথমেই বই খুলে এক দফা অজ্ঞান হয়

২. এরপর পুরো সেমিস্টার পড়ালেখা না করার জন্য নিজেকে গালাগালি করে

৩. বন্ধুদের ফোন দেওয়া শুরু করে

৪. ক্লাসগ্রুপে অন্যদের কি অবস্থা সেটির খোঁজখবর নিতে শুরু করে

৫. সারারাত ধরে পড়ালেখার ম্যারাথন চালানোর ব্যাপক প্রচেষ্টা করে

৬. পড়তে পড়তে আবার মাঝখানে ঘন্টাখানেক ঘুমিয়ে নেয়

৭. এরপর ঘুম ভেঙ্গে যখন দেখে, আর সময় নেই- তখন উপরওয়ালার উপর সবকিছু ছেড়ে দেয়!

৮. এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে, সামনের সেমিস্টার থেকে ভালোমত পড়বে বলে প্রতিজ্ঞা করে

SHARE THIS ARTICLE