যেসব কাজ শুধু বেস্টফ্রেন্ডরাই করতে পারে, অন্য ফ্রেন্ডরা করে না
by Bishal Dhar
২১:৫১, ৩ মার্চ ২০২৩
বেস্টফ্রেন্ডরা আসলে অন্য দুনিয়ার প্রাণী, এদের কাজ-কারবারও অন্যদের মতো না। এরা আপনার সাথে কোন ফর্মালিটিও করবে না, আবার সামনে ভালো সেজে পিছনে বদনামও করবে না, যা করবে একদম ডিরেক্ট সামনেই করবে। আজকের লিস্টে থাকছে সেসব ব্যাপার যা শুধু বেস্টফ্রেন্ডরাই করে, সাধারণ বন্ধুরা করে না।
১. এরা ভালো বন্ধুর মত পিজ্জার লাস্ট স্লাইসটা আপনার জন্য রেখে দিবে না, বরং পুরোটাই কেড়ে নিয়ে নিজে সাবাড় করে দিবে
২. এরা না জিজ্ঞেস করেই আপনার জামাকাপড় পরে নিবে
৩. আপনার বাসায় ঢুকে এরা মেহমানের মতো আপনার খাবার সার্ভ করার জন্য ওয়েট করবে না, বরং নিজেই ফ্রিজ খুলে খাবার নিয়ে নিবে
৪. এরা মাঝেমধ্যে অন্যদের সামনে আপনার এমন তথ্য ফাঁস করে দেয় যে, আপনি পুরো “মাসুদ” হয়ে যান
৫. এদের সাথে বাইরে থাকা অবস্থায় বাসা থেকে ফোন আসলেই এদের হাউকাউ আরো বেড়ে যায়
৬. ফর্মাল বন্ধুরা সময়মতো এলেও এরা আপনাকে ৫ মিনিটের কথা বলে আধাঘন্টা দাঁড় করিয়ে রাখবে এবং এসে স্যরিও বলবে না
৭. জন্মদিনে আপনার থেকে যেকোনো মূল্যেই হোক, এরা ট্রিট আদায় করে ছাড়বেই ছাড়বে
৮. তবে মেন্টাল ব্রেকডাউন হলে অন্যদের মতো এরা উপদেশ দিয়েই কেটে পড়বে না, বরং আপনাকে সামলে রাখবে
SHARE THIS ARTICLE