Menu
menu-icon close
  • মাইরালা
  • সেন্টি খাইলাম

রোজার সময় পাবলিক প্লেসে কেউ খাওয়াদাওয়া করলে যেসব পরিস্থিতির সৃষ্টি হয়

Thumbnail

by Nabila Faiza Islam

২২:৫৬, ৪ এপ্রিল ২০২৩

রোজার সময় পাবলিক প্লেসে কেউ খাওয়াদাওয়া করলে যেসব পরিস্থিতির সৃষ্টি হয়

রোজার মাস এমন একটি সময় যখন আমরা অনেকেই লম্বা একটা সময় রোজা রাখার কারণে না খেয়ে থাকি। আমাদের দেশে রোজার মাসে পাবলিক প্লেসে খাওয়াটাকে আসলে কিভাবে নেয়া হয়? আমরা কি একবারও ভাবি মানুষটা অন্য ধর্মের হতে পারে বা তার ব্যক্তিগত কোন কারণ থাকতে পারে? নাকি আমরা যারা রোজার মাসে পাবলিক প্লেসে খায়, তাদের জাজ করি? দেখে নিন পাবলিক প্লেসে রোজার মাসে খেলে কি কি ধরনের সিচুয়েশন ফেস করতে হতে পারে। 

১. অনেকেই পাবলিক প্লেসে রমজান মাসে খাওয়ার সময় সবার awkward stare ফেস করে। 

২. কিছু কিছু মানুষ আবার লজ্জা দেওয়ার জন্য কোনো মন্তব্য করেই বসে!

৩. যারা রোজা রেখেছে তারা খেতে পারছে না বলে যেন কিছুটা jealous feel করছে সেটা তাদের ভাবভঙ্গিতে বুঝিয়ে দেয়!

৪. অনেকে আবার ফ্রি-তে কিছু উপদেশমূলক বাণী দিতে চলে আসে। 

৫. রোজা রাখেনি এমন আরেকজনের সাথে খাওয়ার সময় দেখা হয়ে গেলে সে আপনার সাথে বসে চায় সঙ্গ দিতে চায়। 

৬. কোনো কোণায় বা চিপায় লুকিয়ে খেতে গিয়েও কারো না কারো সামনে পড়েই যাওয়া লাগে!

৭. কিছু কিছু “ভালো” মানুষ ও so-called friends আপনাকে হাসি তামাশার পাত্র/পাত্রী বানিয়ে ছাড়ে। 

SHARE THIS ARTICLE