যেসব কারণে গরমের মধ্যেও অনেকে গরম জামা-কাপড় পরে
by Efter Ahsan
১৪:৫০, ১৩ এপ্রিল ২০২৩
শহরের রাস্তাঘাটে বের হলে অন্তত ২-৩ টা অদ্ভুত চিড়িয়া আপনি দেখতেই পাবেন, যারা এই গরমকালেও এমন পোশাক পরে চলাফেরা করছে যেগুলো সাধারণ মানুষেরা শীতের দিনে পরে। তো আমরা একটু খোঁজ খবর নিয়ে তাদের এমন ফ্যাশনের কিছু কারণ বের করার চেষ্টা করেছি। আপনিও জেনে রাখুন, উপকার হবে।
১. একটু বেশিই প্রিভিলেজড – এই ধরুন যারা সারাক্ষণ থাকে এসিতে, এসি গাড়িতে করে ঘুরে বেড়ায় আবার খেতেও বসে এয়ার কন্ডিশনড রেস্তোরায়, তারাই এরকম ফ্যাশন রক করতে পারে এই দেশে
২. Netflix এর প্রভাব – নেটফ্লিক্স-এর সিরিজগুলো শীত প্রধান দেশে শ্যুট হওয়া সত্ত্বেও বিভিন্ন পপুলার ক্যারেক্টারের ফ্যাশন ফলো করতে গিয়েই গরমকালেও কিছু লোকজনকে মোটা জামা-কাপড় পরতে দেখা যায়
৩. সুতি কাপড়ের অভাব – অনেকেরই প্রচুর জামা-কাপড় থাকা সত্ত্বেও সুতি জামা না থাকায় তাকে বাধ্য হয়ে সিনথেটিক গরম কাপড় পরে বের হতে হয়। অনেক টাকা-পয়সা থাকার একটা বাজে দিক হলো, আলসেমি করে অভাব না মেটানোর স্বভাব
৪. পার্টনারের দাবি রাখতে – হঠাৎ করেই যখন আহ্লাদি পার্টনার টুইনিং করার জন্য ন্যাকামি শুরু করে দেয়, তখন তার দাবি রাখতে বাধ্য হয়েই গরম কাপড় পরে হলেও কালার ম্যাচিং করতে হয়
৫. কালো রঙের প্রতি বায়াসনেস – অনেকেরই প্রিয় রঙ কালো এবং সে প্রতিদিনই যা-ই পরবে, তা যেকোনো ওকেশনের জন্যই হোক না কেন – কালো রঙের হওয়া মাস্ট। তাই একসময় তাদেরকে অবশিষ্ট গরম কালো কাপড়ের দিকেই ঝুঁকতে হয়
৬. শখের ঠেলায় – গরম লাগছে কিনা এ নিয়ে কেউ কেউ কেয়ার করে না। ঘামে ভিজে গেলেও কিছু যায় আসে না। এরা শখ করেই মোটা মোটা কাপড় পরে বের হয়
SHARE THIS ARTICLE