অনেক বছর পর স্কুলের বন্ধুদের সাথে দেখা হলে যে ঘটনাগুলো ঘটে
by Nabila Faiza Islam
১৫:৩৬, ১৩ এপ্রিল ২০২৩
স্কুল জীবনের গণ্ডি পার হলে আমরা সকলে একেক দিকে চলে যাই। অনেক সময় আমরা একেকজন নিজেদের খোঁজ খবরও রাখতে পারি না। কিন্তু নানা কারণে আমাদের মাঝে মাঝে দেখা হয়েই যায়। সেটা কোনো reunion এ হোক, বা get together এ। দেখে নিন অনেক বছর পর স্কুলের বন্ধুদের সাথে দেখা হলে কি কি ঘটনা ঘটেই থাকে।
১. হঠাৎ করে দেখা হয়ে গেলে একজন আরেকজনকে সহজে চিনতেও পারেন না।
২. ব্যাপারটার আকস্মিকতা সামলে উঠতে না উঠতে আপনারা নিজেদের hug করেন।
৩. হঠাৎ দেখা হয়ে যাওয়ায় nostalgic feel করেন, মনে পড়ে যায় অনেক স্মৃতি।
৪. ছোটখাটো conversation আর হালকা-পাতলা আলাপ করা শুরু করেন।
৫. এতদিন পর দেখা হয়েছে বলে ছবি তুলে সেই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করেন।
৬. নিজেদের লাইফ আপডেট নিয়ে আড্ডা শুরু হয়ে যায়, সাথে life partner থাকলে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
SHARE THIS ARTICLE