Menu
menu-icon close
  • মাইরালা

যে ৭টি বিষয় বাংলাদেশিদের পহেলা বৈশাখের ঐতিহ্যে পরিণত হচ্ছে

Thumbnail

by Bishal Dhar

১৭:৪২, ১৩ এপ্রিল ২০২৩

যে ৭টি বিষয় বাংলাদেশিদের পহেলা বৈশাখের ঐতিহ্যে পরিণত হচ্ছে

পহেলা বৈশাখ বাঙালিদের প্রাণের উৎসব। কিন্তু পাল্টে যাওয়া সময়ের সাথে বাংলাদেশিদের পহেলা বৈশাখের ধরণও কেমন যেন পাল্টে গিয়েছে। আজ জেনে নিন নিন, বর্তমান সময়ে বাংলাদেশিদের পহেলা বৈশাখের ঐতিহ্য আসলে যেমন সেগুলো সম্পর্কে-

১. ঢাকার এক্সট্রিম জ্যাম আরও এক্সট্রিম হয়ে যাওয়া

২. পহেলা বৈশাখের পক্ষে-বিপক্ষে অনলাইন রেসলিং শুরু হয়ে যাওয়া

৩. সোশ্যাল মিডিয়া মানুষজনের লাল-সাদা পাঞ্জাবি আর শাড়িতে ভর্তি হয়ে যাওয়া

৪. দ্বিগুণ কিংবা তিনগুণ দামে পান্তা-ইলিশ খাওয়া

৫. জান তেজপাতা হয়ে গেলেও টিএসসিতে নিজের চেহারা দেখাতে যাওয়া

৬. টিভিতে সারাদিন বৈশাখী মেলা লাইভে দেখানো

৭. কোথাও না গেলেও অন্তত তিন/চার গুণ বেশি দাম দিয়ে ইলিশ কিনে নিজের সামাজিক স্ট্যাটাস রক্ষা করা

SHARE THIS ARTICLE