সেহরিতে যেই ধরণের ঘটনাগুলো সব ঘরেই ঘটে
by Sunehra Azmee
২১:০৭, ১৫ এপ্রিল ২০২৩
ইফতার এবং সেহরির সময়টায় ধরেই নেয়া যায় যে প্রত্যেক ঘরেই এক প্রকারের হইচই পড়ে যায়, সেহরির সময়ের এই হইচই-কোলাহল আর নানা রকমের কান্ডকারখানা নিয়েই আমাদের আজকের আয়োজন, চলুন তাহলে দেখে নেয়া যাক সেহরিতে প্রত্যেক ঘরের রোজকার গল্প।
১. একটা অ্যালার্ম থাকবেই যেটা সবাই ঘুম থেকে উঠে যাওয়ার পরও বাজতেই থাকবে।
২. কেউ একজন সেহরি পর্যন্ত জেগে থেকেও শেষ মুহূর্তে এসে ঘুমানোর নাটক করবে।
৩. মায়ের সামনে দুনিয়ার বেস্ট অ্যালার্মও হার মেনে যাবে।
৪. কিন্তু কোনো একজন বান্দা থাকবেই যাকে চড়-থাপ্পড় দিয়েও ঘুম থেকে উঠানো মুশকিল
৫. সবাই গ্যালন সমান পানি খাচ্ছে নাকি না সেটা নিয়ে আব্বুর তদারকি চলতে থাকবে।
৬. একজন থাকবেই যে শেষ মিনিটের শেষ সেকেন্ড পর্যন্ত কিছু না কিছু খেতেই থাকবে।
৭. ফজরের নামাজ পর্যন্ত চোখ ভর্তি ঘুম থাকবে, কিন্তু নামাজ শেষেই ঘুম চট করে গায়েব হয়ে যাবে।
SHARE THIS ARTICLE