ঈদুল ফিতরে আপনার যে ৯ ধরনের মানুষের সাথে দেখা হবেই হবে
by Ishraq Bijoy
১১:১২, ২১ এপ্রিল ২০২৩
এক মাস রোজা রাখার পর খুশির ঈদ সবাই নিজেদের মতো করে পালন করে। কিন্তু ঈদের দিন ঘরে কিংবা বাইরে আপনার নির্দিষ্ট কিছু মানুষজনের সাথে অবশ্যই দেখা হবে। আসুন তাদের সাথে পরিচিত হই।
১. পরিচিত কাউকে দেখেই দৌড়িয়ে এসে ১০বার কোলাকোলি করা ব্যক্তি
২. সালামি নিয়ে সারাক্ষণ ফ্লেক্স করতে থাকা মানুষেরা
৩. দলবল নিয়ে এলাকা ঘুরে সবাইকে সালাম করতে থাকা বাচ্চাকাচ্চা
৪. শুধু ঈদের দিন না, ঈদের ৭ দিন ব্যপী সোশ্যাল মিডিয়ায় সারাদিন ছবি পোস্ট করা ব্যক্তিবর্গ
৫. এক মাস রোজা শেষে ঈদের দিন সব খেয়ে সাবাড় করে ফেলা লোকজন
৬. “নিরাপদে জমিয়ে রাখতে” সালামির সব টাকা নিজের কাছে রেখে দেওয়া মায়েরা
৭. ঈদের দিন সবার বাসায় গিয়ে গিয়ে দাওয়াত খাওয়া মানুষজন
৮. আর এইসব সারপ্রাইজ গেস্টদের জন্য রেডি থাকা হোস্টরা
৯. এইসব ব্যক্তির সাথে আপনার দেখা নাও হতে পারে, কারণ এরা ঈদের দিনটি ঘুমিয়েই পালন করে
SHARE THIS ARTICLE