রমজান শেষ হলে যে ৮টি প্যারার মধ্যে দিয়ে আমাদের সবাইকে যেতে হয়
by Fariha Rahman
১৪:৪৮, ২৩ এপ্রিল ২০২৩
শুরুতে একটু কষ্ট হলেও ধীরে ধীরে কিন্তু আমরা রমজানের লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে পড়ি। আবার একইভাবে পুরো এক মাস রোজা রাখার পর, আগের রুটিনে ফিরে যাওয়াও কিন্তু সহজ কোনো ব্যাপার নয়। আর তাই রমজান শেষ হয়ে গেলেও যেন তার রেশ রয়ে যায় বেশ কয়েকদিন। তাই আজকের তালিকা থেকে মিলিয়ে দেখুন তো, আপনার অভিজ্ঞতার সাথেও মিলে যায় কিনা?
১. দিনের বেলা পানি খেতে গিয়ে “হায় হায়, আমি না রোযা!” এই ভেবে ধোঁকা খাওয়া
২. একদম সেহরি শেষ করে রাতে দেরি করে ঘুমানো এবং দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস বদলাতে গিয়ে হিমশিম খাওয়া
৩. রোজার অজুহাতে সারাদিন পড়াশোনা থেকে দূরে থাকা হলেও, এখন সেই সুযোগটা আর না থাকা
৪. কাউকে সরাসরি কিংবা মনে মনে গালি দিতে গিয়ে বারবার থেমে যাওয়া
৫. দুপুরে লাঞ্চ করতে গিয়ে নিজেকে কেমন যেন অপরাধী মনে হওয়া
৬. সারাদিন ক্ষুধা না লাগলেও, মাঝরাতে প্রচন্ড ক্ষুধা লাগা
৭. আলুর চপ, পেঁয়াজু , হালিম আবার এক বছরের আগে খাওয়া হবে না ভেবে, মন খারাপ হয়ে যাওয়া
৮. “আজকে ইফতারিতে কি?” এই প্রশ্নটাকে অনেক বেশি মিস করতে থাকা
SHARE THIS ARTICLE