যে ১০টি পরিস্থিতিতে আমরা যে ১০টি ডায়লগ দিতে পারলে খুব শান্তি পেতাম
by Bishal Dhar
১২:২০, ৩০ সেপ্টেম্বর ২০২২
নির্দিষ্ট কিছু পরিস্থিতি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ডায়লগের জন্যই, সে সময় সেগুলো দিতে পারলে মনে সেই লেভেলের আনন্দ লাগে, কিন্তু চাইলেই তো আর সব হয় না, তবুও আজ দেখে নিন কোন পরিস্থিতিগুলোয় আমাদের কোন ডায়লগগুলো দিতে ইচ্ছা করে!
১. যখন কেউ টাকা ধার নিয়ে ফেরত দেওয়ার সময় এটা সেটা বলে ঘুরাতে থাকে
২. যখন বাবা-মা বা আত্মীয়স্বজন বলে আমি কবে লেখাপড়া নিয়ে একটু সিরিয়াস হবো
৩. যখন নিজের নেওয়া সিদ্ধান্তের জন্য বড় রকমের ধরা খাই
৪. যখন কেউ জিজ্ঞেস করে “তুমি এত চুপচাপ কেন?”
৫. কেউ যখন “I was like” দিয়ে কথা শুরু করে
৬. বয়সে ছোট কেউ যখন মুখে মুখে কথা বলে
৭. ক্রাশ যখন নিজে থেকে নক দেয়
৮. যখন কেউ ক্রমাগত চাপা মারতে থাকতে এবং আমি তা বুঝে যাই
৯. যখন কোথাও এক্সের সাথে দেখা হয় যায়
১০. যখন হুট করে এসে বন্ধু বলে “চল কিছু খাই, আজ আমার ট্রিট”
SHARE THIS ARTICLE