Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • সেন্টি খাইলাম

অতিরিক্ত গরমে যে ৮টি অদ্ভুত চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে

Thumbnail

by Maisha Farah Oishi

১৩:১২, ২৮ এপ্রিল ২০২৩

অতিরিক্ত গরমে যে ৮টি অদ্ভুত চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে

গরমে কাহিল অবস্থা হয় না, এমন মানুষ আমাদের দেশে পাওয়াই যাবে না। আর গরমে অতিষ্ঠ হয়ে আমাদের মাথায় কিন্তু প্রায়ই অদ্ভুত ধরনের কিছু চিন্তা ভাবনা কাজ করে! সেরকম কিছু চিন্তা নিয়েই আজকের এই লিস্ট!

১. ফ্রিজের ভেতরে ঢুকে বসে থাকতে ইচ্ছা করে!

২. বরফের দেশগুলোতে কেন জন্ম হলো না তা নিয়ে আফসোস হতে থাকে

৩. জামার মধ্যে একটা এসি ফিট করে ঘুরে বেড়াতে ইচ্ছা করে

৪. সারাক্ষণ পানিতে ডুব দিয়ে থাকতে ইচ্ছা করে

৫. আইসক্রীমের একটা বড় ফ্যাক্টরি দিয়ে সেখানে বসে সারাদিন আইসক্রীম খেতে ইচ্ছা করে

৬. ঠাণ্ডা পানিতে গা ভাসিয়ে দিয়ে ঘুমাতে ইচ্ছা করে

৭. গরমকাল ব্যাপারটা দুনিয়া থেকে বাদ দিয়ে সারাবছর কেন শীত থাকে না সেটা নিয়ে দুঃখ হতে থাকে!

৮. গরমে মাথার সব চুল ফেলে দিয়ে ন্যাড়া হয়ে যেতে ইচ্ছা করে

SHARE THIS ARTICLE