Menu
menu-icon close
  • মাইরালা

যে ৮ ধরণের অদ্ভুত কর্মকাণ্ড আমাদের দেশের আঙ্কেল-আন্টিরা করে থাকে

Thumbnail

by Maisha Farah Oishi

১৫:০১, ২২ মার্চ ২০২৩

যে ৮ ধরণের অদ্ভুত কর্মকাণ্ড আমাদের দেশের আঙ্কেল-আন্টিরা করে থাকে

আমাদের দেশের আংকেল -আন্টিদের বেশ কিছু স্বভাব আর কর্মকান্ড আছে যেগুলো আসলে বেশ অদ্ভুত। আমরা হয়তো দেখতে দেখতে ব্যাপারগুলো নিয়ে অনেকটাই অভ্যস্ত হয়ে পড়েছি, তবে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে এসব কতটা আজব ধরনের কাজ-কারবার।

১. নিজের শরীর-স্বাস্থ্যের অবস্থা যাই থাকুক, অন্যদের চেহারা, গায়ের রং আর গঠন নিয়ে কমেন্ট করা

২. অন্যদের বিয়ে নিয়ে ব্যাপক চিন্তিত হওয়া, যেন তাদের নিজেরই বিয়ে!

৩. দাওয়াতে ভালোমত রিচফুড খেয়ে তারপর ডায়াবেটিস আছে বলে চায়ে চিনি না খাওয়া

৪. কে কেমন পোশাক পরে, চুল- দাড়ি কেমন রাখে, তার উপর ভিত্তি করে তার কারেক্টার সার্টিফিকেট দেয়া!

৫. জীবনে যে যাই করুক, বিসিএস ক্যাডার/সরকারি চাকরি না হলে তাকে সফল মনে না করা

৬. কার পরিবারে কি ঝামেলা চলছে সেটা নিয়ে খুবই উৎসাহের সাথে কানাঘুষা করা

৭. কার কেমন টাকা আছে, সেটার উপর ভিত্তি করে মানুষকে সম্মান দেয়া

৮. কারো বাসায় বেড়াতে গিয়ে, বিদায় নেয়ার পরেও দরজার সামনে দাঁড়িয়ে আরও একঘন্টা গল্প করা!

SHARE THIS ARTICLE