যে ৭টি লক্ষণ প্রমাণ করে আপনি আসলে এই যুগের Cinderella
by Maisha Farah Oishi
১৫:৪৬, ২৪ এপ্রিল ২০২৩
ছোটবেলা থেকেই সিনড্রেলার গল্প শুনেনি অথবা মুভি/কার্টুন দেখেনি, এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। তবে আজকের লিস্টের ব্যাপারগুলো যদি আপনার সাথে মিলে যায়, তাহলে আপনি নিজেই আসলে আধুনিক যুগের সিনড্রেলা!
১. মানুষের চেয়ে পশুপাখিদেরই আপনার বেশি বিশ্বস্ত মনে হয়
২. ঘরের নানারকম কাজ-কারবার আপনাকেই সামলাতে হয়
৩. আপনার আশেপাশের মানুষগুলো ভালোই স্বার্থপর কিসিমের
৪. আপনি মনে মনে অনেক স্বপ্ন দেখতে ভালোবাসেন
৫. পোশাক-আশাকের ব্যাপারে আপনি যথেষ্ট রুচিশীল
৬. আপনি প্রায়ই ভীষণ একা ফিল করেন, আপনার মনের কষ্ট কেউই বুঝে না
৭. যতো কিছুই হয়ে যাক, রাতে বাসার বাইরে থাকা আপনার পক্ষে সম্ভবই না
SHARE THIS ARTICLE