Menu
menu-icon close
  • ভাল্লাগসে

Unexpectedly কোনো ট্রিপ প্ল্যান হয়ে গেলে যে ব্যাপারগুলো ফেইস করতে হয়

Thumbnail

by Nabila Faiza Islam

১১:৩৭, ২ মে ২০২৩

Unexpectedly কোনো ট্রিপ প্ল্যান হয়ে গেলে যে ব্যাপারগুলো ফেইস করতে হয়

ঘুরে বেড়াতে আর Trip এ যেতে বেশিরভাগ মানুষই ভালোবাসে। সেই Trip planned হলে নানা রকমের জল্পনা-কল্পনা আর arrangements করা যায়, কিন্তু  trip যদি হয় unplanned? তখন কি কি ফেস করতে হবে আপনাকে? দেখে নিন চটজলদি। 

১. তাড়াহুড়ো করে packing করতে গিয়ে অনেক কিছুই pack করা হয় না। 

২. Plane journey-র ক্ষেত্রে অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পাসপোর্টই নিতে ভুল হয়ে যায় 

৩. অফিস থেকে ছুটি পেতে অনেক কষ্ট হয়ে যায়। 

৪. Destination spot এ হোটেল রুম booking দেয়া বিরাট একটা ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ায়। 

৫. হুট করে ট্রেন-বাস বা প্লেনের টিকেট পাওয়াও দুঃসাধ্য সাধনের মতো হয়ে যায়।

৬. এতো sudden plan হওয়াতে, partner অথবা কাছের অনেক ফ্রেন্ডদের সাথে যাওয়ার জন্য convince করা যায় না

SHARE THIS ARTICLE