Bro! যে ১০টি কারণে আপনার জীবনে একজন প্রেমিকা থাকা আবশ্যক
by Bishal Dhar
০০:৩৫, ১৫ মার্চ ২০২৩
সিঙ্গেল থাকাটা খারাপ কিছু না, বরং ভালোই। তবে একজন প্রেমিকা থাকা মানে হচ্ছে ডিগ্রিবিহীন একটা গ্র্যাজুয়েশন শেষ করে ফেলা। যেখানে আপনি ক্লাস না করেও বাস্তবিক অনেক কোর্স করে ফেলতে পারবেন এবং যেগুলো থেকে পাওয়া শিক্ষা আপনার পরবর্তী জীবনে অনেক কাজে দিবে। তাই কেন আপনার জীবনে একজন প্রেমিকা থাকা আবশ্যক সেগুলো আজ একটু জেনে নিন এই তালিকা থেকে-
১. নিজের সহ্যশক্তি বাড়াতে পারবেন
২. দোষ না করেও দোষ নিজের ঘাড়ে নেওয়া শিখতে পারবেন
৩. জন্মদিন, অ্যানিভার্সারি মনে রেখে নিজের স্মরণশক্তিকে শক্তিশালী করতে পারবেন
৪. বাকি সবাইকে জাজ করার জন্য সাথে কাউকে পাবেন
৫. শপিং করতে গিয়ে দামাদামি করা শিখতে পারবেন
৬. আপনি অ্যাটেনশন সিকার হলে পর্যাপ্ত পরিমানে তা পাবেন
৭. প্রেমিকার প্যারাগ্রাফ মেসেজ পড়তে পড়তে পড়ার ক্ষমতা বাড়াতে পারবেন
৮. শহরের যত রেস্টুরেন্ট আছে সব চিনে ফেলতে পারবেন
৯. আপনি উড়নচন্ডী হলে একটু মাটিতে নামা শিখতে পারবেন
১০. এবং আপনার ভেতরকার খারাপ জিনিসগুলো সব জানতে পারবেন
SHARE THIS ARTICLE