মায়েদের কিছু চিরন্তন সত্য যেগুলো সবার ক্ষেত্রেই এক
by Bishal Dhar
১০:২৯, ৮ মে ২০২৩
ফ্রিজ থেকে পানি বের করে খেয়ে আবার বোতল ভরে রাখেননি এবং সেটা মায়ের চোখে পড়েছে? তারপর কি ঘটতে পারে সেটা বোধহয় আর বলে দেওয়ার দরকার নেই, কারণ মোটামুটি সব ঘরেই একই গল্প বিরাজ করে। মায়েদের এমনই আরো কিছু চিরন্তন সত্য ঘটনা যেগুলো সম্পর্কে আমরা সবাই-ই মোটামুটি পরিচিত, আজ সেগুলো একটু জানাবো
১. আপনি যখনই ঘুম থেকে উঠেন না কেন, আপনি দেরি করেই উঠেছেন
২. জ্বর হোক বা মাথা ব্যথা, সব কিছুর কারন আপনার হাতে সারাদিন মোবাইল থাকে
৩. দেখতে ভালো লাগছে না কারন আপনি মাথায় তেল দেননি
৪. ফ্রিজ থেকে পানির বোতল খেয়ে রাখেননি মানে আপনি চরম অলস
৫. কোন একটা জোকস বললে সেটা শেষ হবে লাইফ লেসনে/শিক্ষামূলক গল্পে
৬. চুল আর্মি ছাট দিলেও আপনার চুল বড়
৭. বাইরে থাকা অবস্থায় ফোন না ধরলে আপনি মরে গেছেন
৮. আপনি একদম আপনার বাবার মতো তাকে জ্বালিয়ে খাচ্ছেন
৯. মায়ের হাতে সবসময় তিন লোকমা ভাতই খেতে হবে, এর কম খেলে মহাভারত অশুদ্ধ
১০. আপনি বাদে দুনিয়ার সবার ছেলেমেয়ে ভদ্র-নম্র, ব্রিলিয়ান্ট ইত্যাদি ইত্যাদি
SHARE THIS ARTICLE