যে ৮টি ব্যাপার মনে থাকা মানেই আপনি এখন Adulthood এ নাকানিচুবানি খাচ্ছেন
by Maisha Farah Oishi
১৪:০২, ২৮ ডিসেম্বর ২০২২
এই লিস্টের বিষয়গুলো যদি আপনার মনে থেকে থাকে, তাহলে কংগ্রাচুলেশনস! আপনি এখন অফিশিয়ালি একজন adult! তাই অন্যদের সামনে নিজেকে কমবয়সী প্রমাণ করার অযথা চেষ্টা থেকে বিরত থাকুন।
১. পত্রমিতালী করা
২. ল্যান্ডফোনের লক খোলা
৩. চিঠি লিখে অনুষ্ঠানে গান রিকোয়েস্ট করা
৪. ল্যান্ডফোনে কথা বললে ইন্টারনেটের কানেকশন চলে যাওয়া
৫. পেন্সিল দিয়ে ক্যাসেটের ফিতা ঠিক করা
৬. ভটভট শব্দের বেবিট্যাক্সিতে চড়া
৭. রিমোটবিহীন টিভি চালানো
৮. এবং ভিসিআরে মুভি দেখা
SHARE THIS ARTICLE
Previous article