Menu
menu-icon close
  • মাইরালা

যে কাজগুলো আপনি শুধু গরমকালেই করে থাকেন

Thumbnail

by Nabila Faiza Islam

১২:১১, ৩১ মে ২০২৩

যে কাজগুলো আপনি শুধু গরমকালেই করে থাকেন

গরমকাল মানেই গরমের দাবানলে অতিষ্ঠ হয়ে এমন সব কাজ করা, যা আমরা অন্য কোনো season এ করি না। গরম থেকে বাঁচতে আমরা সবাই-ই কিছু না কিছু করি। কিন্তু কি সেই কাজগুলো? নিচের কিছু পয়েন্ট পড়লেই বুঝতে পারবেন যে এই ব্যাপারগুলোর সাথে আপনিও রিলেট করেন।

১. অতিরিক্ত গরমে আমরা বাসায় যতোটা পারি হালকা পাতলা কাপড় পরে থাকি।

২. একটু পর পর ঠান্ডা পানি বা ঠান্ডা কোন খাবার খাই। আইসক্রিম হলে তো কথাই নাই।

৩. পরিবারের সবাই টেবিল ফ্যানের সামনে একসাথে গোল হয়ে বসে থাকি।

৪. যারা একটু বেশি Posh, তারা কিছুক্ষণ পর পর এয়ার কন্ডিশনার বা এসি ছাড়ি।

৫. বিদঘুটে গরমে লোডশেডিং যখন হয়, জেনারেটার না থাকলে হাতপাখা দিয়ে একে অপরকে বাতাস করি।

৬. গরম থেকে বাঁচতে দিন-রাত মিলিয়ে ২-৩ বার গোসল করি।

SHARE THIS ARTICLE